কেরানীগঞ্জ : অবৈধভাবে মাটিকাটার অভিযোগে ঢাকার কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩জন কে আটকের পর দন্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার সকাল সাড়ে ১১ টাযর দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা কুমলিরচর এলাকায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃত আতিক (১৯) মোতাহার (৫৫) ও শামীম হোসেন ( ২৯) নামের তিনজনকে ১ মাসের কারাদন্ড এবং মাটিকাটায় ব্যবহৃত ১টি মহেন্দ্র ট্রাক ও ১টি শ্যালো মেশিন জব্দ করা হয়েছে।
সংগৃহীত ছবি
সহকারী কমিশনার কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনজনকে আটকের পর এক মাসের কারাদন্ড প্রদান করেন।
অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ বলেন কেরানীগঞ্জের কোথাও কৃষকের কৃষি জমির মাটি অবৈধভাবে কেটে নেওয়ার সুযোগ নেই। কোন অভিযোগ পেলে সাথে সাথেই ব্যবস্থা নেয়া হবে।
অভিযানের সময় কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার বেঞ্চ সহকারী মোঃ শরীফ হোসেন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। জব্দকৃত মালামাল উপজেলা পরিষদের হেফাজতে রাখা হয়েছে।
Leave a Reply