খেলা ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হয় বাংলাদেশ দলের ২০২৪ সালের আন্তর্জাতিক ব্যস্ততা। আর ওই সিরিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে টাইগারদের তির ফরম্যাটে অধিনায়কত্ব শুরু হয় নাজমুল হোসেন শান্তর। সাকিব আল হাসান দায়িত্ব ছাড়ার পরই শান্তর কাঁধে উঠে নেতৃত্বের ভার।
আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হওয়ার পর লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ এ হারে শান্তর দল। তবে ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় টাইগাররা। জিতে ২-১ ব্যবধানে। কিন্তু দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে হেরে বসে স্বাগতিকরা। শুক্রবার (৩০ মার্চ) মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। আর এই ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন সাকিব।
প্রথমবারের মতো শান্তর নেতৃত্বে খেলতে যাচ্ছেন সাকিব। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে রূপায়ণ সিটি উত্তরার সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাকিব বলেন, ‘খুবই আর্লি স্টেজ (অধিনায়কত্ব নিয়ে মন্তব্য করা)। আমি নিশ্চিত বিসিবি ওকে লম্বা সময়ের কথা ভেবেই নিয়েছে। ওর শুরুটা খুব ভালো হয়েছে। কিছু ফলাফল ওর পক্ষে এসেছে যেটা ওকে সাহায্য করবে সামনে এগিয়ে যেতে। সবার সমর্থন থাকলে শান্ত অসাধারণ একজন অধিনায়ক হবে।’
অধিনায়ক হিসেবে সিলেট টেস্টে শান্তর অভিজ্ঞতা অবশ্য মোটেই ভালো নয়। ৩২৮ রানের বড় হার জুটেছে তার কপালে। সেটা ভুলে চট্টগ্রাম টেস্টে জয়ের দিকে তাকিয়ে আছেন। সিলেট টেস্ট হওয়ার পরই তা সাফ জানিয়ে দেন তিনি।
বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন, ‘প্রত্যেক ম্যাচেই অনেক কিছু শেখা যায়। কী ভুল ছিল, কী ঠিক ছিল। একটু ভালোভাবে চিন্তা করলে শেখার আছে। এই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে দেবে। আমি অধিনায়ক হিসেবে সেইফ ক্রিকেট খেলতে চাই না। পরের ম্যাচ জেতার জন্যই খেলব এবং ঐ অনুযায়ী প্রস্তুতি-পরিকল্পনা করবো। ’
Leave a Reply