ডেস্ক নিউজ: রাজধানীর ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার বন্দর এলাকা থেকে ইজিবাইক চোরচক্রের অন্যতম মূলহোতা মাসুদুর রহমান ওরফে শামীমসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০। এসময় চুরির কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ ও চোরাইকৃত ১৪টি ইজিবাইক উদ্ধার করেছে র্যাব-১০।
বুধবার দুপুরে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে অবস্থিত সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সংস্থাটির অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মোঃ ফরিদ উদ্দিন।
ভিডিও দেখতে ক্লিক করুন:
গ্ৰেফতারকৃতরা হলো, মূল হোতা মাসুদুর রহমান ওরফে শামীম(৩৫), মোঃ রাজিব হোসেন (৩৪), মোঃ আব্দুল মান্নান (৪০), মোঃ ইকবাল হোসেন (৪০) ও মোঃ আব্দুল হান্নান (৪৫)।
ফরিদ উদ্দিন আহমেদ জানান, ২৬ মার্চ রাত সাতটার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন মারুয়াদী চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ইজিবাইক চোর চক্রের অন্যতম মূলহোতা মোঃ মাসুদুর রহমান ওরফে শামীম ও তার প্রধান সহযোগী মোঃ রাজিব হোসেনকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে চুরির কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ ও চোরাইকৃত ২টি ইজিবাইক, ২টি স্পেয়ার চাকা ও ২টি সাংবাদিকের ভূয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।
শামীম ও রাজিবের স্বীকারোক্তি ও তাদের দেওয়া তথ্যমতে র্যাব-১০ উক্ত আভিযানিক দল একই তারিখ আনুমানিক রাত ১১টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন পিচকামতাল মধ্যপাড়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ইজিবাইক চোর চক্রটির অপর ০৩ জন সদস্য মোঃ আব্দুল মান্নান (৪০), ও মোঃ ইকবাল হোসেন (৪০), আব্দুল হান্নান (৪৫)কে গ্রেফাতর করে। এ সময় তাদের নিকট থেকে চোরাইকৃত ৩টি ইজিবাইক ও ২টি স্পেয়ার চাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত হান্নান, ইকবাল ও মান্নানের দেওয়া তথ্যমতে র্যাব-১০ উক্ত আভিযানিক দল অদ্য ২৭ মার্চ রাত সাড়ে ১২টা থেকে পৌনে দুইটা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কুড়িপাড়া ও পিচকামতাল এলাকায় অপর দুইটি অভিযান পরিচালনা করে চোরাইকৃত আরো ৯টি ইজিবাইক ও ৫টি স্পেয়ার চাকা উদ্ধার করে। এ সময় ইজিবাইক চোর চক্রটির অন্যান্য আসামিরা র্যাবের অভিযানের সংবাদ পেয়ে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। সে চক্রটির সাথে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের অভিযান চলমান রয়েছে।
Leave a Reply