ডেস্ক নিউজ: শীত বা বর্ষায় চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগেন অনেকেই। চুল পড়া কমানোর জন্যে অনেকেই নানা উপায় কাজে লাগিয়ে থাকেন। বাজারচলতি নানা প্রসাধনী ব্যবহারের পাশাপাশি ঘরোয়া উপায়েও চুলের যত্ন নিলেও তাতেও সব সময় সুফল পাওয়া যায় না। তবে কয়েকটি প্যাক রয়েছে, যেগুলো নিয়ম করে ব্যবহার করলে চুল ঝরার পরিমাণ কমবে।
এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় একটি গণমাধ্যম। আসুন দেখা নেয়া যাক যেভাবে বানাবেন ৩ ঘরোয়া প্যাক।
১. কলা এবং মধু : ছোট একটি পাত্রে পাকা কলা এবং ১ টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। গোসলের আধঘণ্টা আগে মাথায় মেখে রাখুন এই প্যাক। তার পর ঈষদুষ্ণ পানিতে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু-তিন বার এই প্যাক মাখলে ধীরে ধীরে চুল পড়া বন্ধ হবে। চুলের গোড়াও মজবুত হবে।
২. টক দই এবং ডিম: একটি ডিম এবং সামান্য পরিমাণে টক দই ভালো করে ফেটিয়ে নিন। মাথার ত্বক পরিষ্কার করে এই প্যাক মেখে রাখুন আধঘণ্টা। তার পর মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ভালো করে মাথা ধুয়ে ফেলুন। এতে চুলের জেল্লা ফেরার পাশাপাশি চুলও মজবুতও হবে।
৩. অ্যালো ভেরা এবং অলিভ অয়েল: চার টেবল চামচ অ্যালো ভেরার শাঁস এবং ১ টেবিল চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিন। শ্যাম্পু করার আধঘণ্টা আগে মেখে রাখুন এই প্যাক। তার পর ঈষদুষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে মাথার ত্বকে সংক্রমণ থাকলে তা কমার পাশাপাশি চুলেরও গোড়া শক্ত হবে।
Leave a Reply