ধেয়ে আসা ঘূর্ণিঝড় ইয়াস দিক পরিবর্তণ করে উড়িষ্যামুখী হওয়ায় বাংলাদেশে আঘাত করার সম্ভাবনা কম এজন্য আপাতত উপকূলবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। সোমবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রতিমন্ত্রী।
এনামুর রহমান বলেন, ঝড়ের সংকেতও আপাতত ২ থেকে বাড়ছে না তবে যদি গতি পরিবর্তন করে, সেজন্য সবকিছু প্রস্তুত রাখা হয়েছে। উপকূলীয় জেলাগুলোর সকল আশ্রয়কেন্দ্র এরই মধ্যে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। স্থানীয়দের সতর্ক করতে কাজকরছে স্বেচ্ছাসেবীরা। এছাড়া ফায়ার সার্ভি, সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। ঝড়ের বিপদ সংকেত বাড়ার সাথে সাথে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
Leave a Reply