ডেস্ক নিউজ: হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যকার যুদ্ধে গাজায় এ পর্যন্ত কমপক্ষে ২৯ হাজার ৪১০ জন নিহত হয়েছে। গাজা উপত্যকার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ৯৭ জন নিহত হওয়ায় এ সংখ্যা বেড়ে মোট ২৯ হাজার ৪১০ জনে দাঁড়ালো। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মোট ৬৯ হাজার ৪৬৫ জন আহত হয়েছে।
এদিকে গাজার মানবিক পরিস্থিতি অমানবিক বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) প্রধান। একইসঙ্গে তিনি ফিলিস্তিনী অঞ্চলকে ‘মৃত্যু অঞ্চল’ হিসেবে বর্ণনা করেছেন।
এক মিডিয়া ব্রিফিংয়ে টেডরস আধানম গেব্রিয়াসিস বলেছেন, গাজার স্বাস্থ্য ও মানবিক পরিস্থিতি অমানবিক এবং তা আরও খারাপের দিকেই যাচ্ছে। গাজা একটি মৃত্যু কূপে পরিণত হয়েছে।
Leave a Reply