ডেস্ক নিউজ: রাজধানী ঢাকার মালিবাগে ফ্লাই ওভারের খুটির উপরে একটি ছোট্ট শিশুকে বসে থাকতে দেখা গেছে। একটু পরপর শিশুটি সেখান থেকে ধুলো ময়লা ও আবর্জনা নিচে ফেলছেন। বিষয়টি দেখে আশপাশের লোকজন নিচে জড়ো হয়। তবে শিশুটি কিভাবে উঠলো সে বিষয়ে কেউ জানাতে পারেনি।
আজ (২৬ জানুয়ারি) শুক্রবার সন্ধ্যার পর শিশুটিকে সেখানে দেখতে পেয়ে একটি পত্রিকার অনলাইন মাল্টিমিডিয়া থেকে লাইভ করে জানানো হয় যে শিশুটি কিভাবে সেখানে উঠলো তা নিশ্চিত করে আসপাশের কেউ জানাতে পারেনী।
ভিডিও দেখতে ক্লিক করুন: মালিবাগের ফ্লাইওভারের খুঁটির উপর শিশু
এসময় শিশুটিকে দেখতে ফ্লাইওভারের নিচের রাস্তায় মানুষের ভীর জমে। রাস্তার পাশে থাকা কর্তব্যরত ট্যাফিক পুলিশ সামনের দিকে এগিয়ে এসে শিশুটির চোখমুখে লেজার লাইট মারতে থাকে বলেও লাইভে বলা হয়। ভিডিওটির কমেন্ট বক্সে দেশ বিদেশ থেকে কমেন্ট আসতে থাকে । অনেক দর্শক সেখানে লিখেন শিশুটিকে জিনে তুলেছে। আবার কেউ কেউ সেখানে লেখেন আল্লাহ হেফাজত করো। এভাবে প্রায় আট মিনিটের বেশী সময় ধরে লাইভ করতে দেখা যায়। এসময় ভিডিওতে শিশুটিকে নিচে নামাতে ফায়ার সার্ভিসের সাহায্যের কথাও বলতে শোনা যায়।
Leave a Reply