বাংলাদেশী ক্রিকেটাররা প্রতিদিনই পরখ করে দেখছেন উইকেট। শনিবার (২২ মে) অনুশীলনের ফাঁকে বাংলাদেশি ক্রিকেটারদের দেখা গেছে উইকেট নিয়ে ‘গবেষণা’ করতে।
ঘূর্ণি বোলারদের স্বর্গ বলে খ্যাত মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট । সেখানে উইকেট এমনিতে বেশির ভাগ সময়ই মন্থর থাকে। বল পিচ করে ধীরে ব্যাটে আসে। বড় রানের ম্যাচ এই মাঠে তাই কম সময়ই দেখা যায়। এরকম উকেটে লঙ্কানরা বেশ অভ্যস্তই। পিচের উপযোগী স্পিন আক্রমণও তাদের আছে। তাই সব মিলিয়ে মোটামুটি নিশ্চিত, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে কেমন উইকেট চায় বাংলাদেশ দল।
অধিনায়ক তামিম ইকবাল জানালেন, উইকেট নিয়ে টিম ম্যানেজমেন্ট থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে কিউরেটরকে। খুব স্পষ্ট বার্তাই দেওয়া হয়েছে, উইকেটের দায়িত্বে যারা আছেন।
এশিয়ার মধ্যে শুধু শ্রীলঙ্কার বিপক্ষেই বাংলাদেশের কোনো সিরিজ জয়ের অভিজ্ঞতা নেই । তবে জয় না থাকলেও লঙ্কানদের বিপক্ষে খেলতে বেশ আত্মবিশ্বাসী স্বাগতিকরা। শ্রীলঙ্কা দলের বিপক্ষে সতর্ক হয়েই মাঠে নামবেন তামিম-মুশফিকরা। শ্রীলঙ্কান দল এবার কুশল পেরেরার নেতৃত্বে বাংলাদেশ সফর করছে।
Leave a Reply