ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর নির্ধারিত বিরতি শেষে শুরু হয়েছে গণনা। বিএনপিহীন নির্বাচনে এবার নৌকার বিপক্ষে দাপট দেখিয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। বেশ কিছু আসনে নৌকাসহ অন্য প্রার্থীদেরকে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
যেসব আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা
ফরিদপুর-৩ (সদর) ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ (এ কে আজাদ) বিজয়ী হয়েছেন।
আসন ১৪, নীলফামারী-৩ : সাদ্দাম হোসেন-স্বতন্ত্র-কাঁচি
আসন ৩০, গাইবান্ধা-২ : শাহ সারোয়ার কবীর-স্বতন্ত্র-ট্রাক
আসন ৫৩, রাজশাহী-২ : মো. শফিকুর রহমান- স্বতন্ত্র- কাঁচি
আসন ৫৮, নাটোর-১ : জয়ী মো. আবুল কালাম-স্বতন্ত্র-ঈগল
আসন ৭৫, কুষ্টিয়া- ১ : মো. রেজাউল হক চৌধুরী-স্বতন্ত্র-ট্রাক
আসন ৭৬, কুষ্টিয়া-২ : মো. কামারুল আরেফিন-স্বতন্ত্র-ট্রাক
আসন ৭৮, কুষ্টিয়া-৪ : আবদুর রউফ-স্বতন্ত্র-ট্রাক
আসন ৯০, যশোর-৬ : মো. আজিজুল ইসলাম-স্বতন্ত্র-ঈগল
আসন ১২২, বরিশাল-৪ : পংকজ দেবনাথ-স্বতন্ত্র-ঈগল
আসন ১৪৬, ময়মনসিংহ-১ : মাহমুদুল হক সায়েম-স্বতন্ত্র-ট্রাক
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ঈগল প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ঈগল প্রতীকে বিজয়ী হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী কলারছড়ি প্রতীকের মঈন উদ্দিন।
নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমন।
নওগাঁ-৪ (মান্দা) আসনে ৮৫ হাজার ১৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম ব্রহানী সুলতান মামুদ গামা।
রংপুর-১ (গংগাচড়া উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ৮ নম্বর ওয়ার্ড সমূহ) কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান।
কুড়িগ্রাম-২ (ফুলবাড়ী উপজেলা, কুড়িগ্রাম সদর উপজেলা এবং রাজারহাট উপজেলা) ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. হামিদুল হক খন্দকার
এবারের মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৭৪১ এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন। এছাড়া সারা দেশে এবার তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৯ জন।
সারা দেশে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য স্থাপনায় মোট ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়। এসব কেন্দ্রে ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।
Leave a Reply