আন্তর্জাতিক ডেস্ক: উড়োজাহাজ আকাশে ওড়ে, তা আটকে গেল উড়ালসড়কে। শুনতে অবাক করার মতো মনে হলেও আজ শনিবার এমন ঘটনাই ঘটেছে ভারতের বিহারের পূর্ব চম্পারন জেলার মোতিহারি এলাকায়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, একটি পরিত্যক্ত উড়োজাহাজ উত্তরপ্রদেশের লখনৌ থেকে ট্রাকে করে বিহার হয়ে মুম্বাই নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাকের লম্বা পাটাতনের ওপর রাখা ছিল উড়োজাহাজটি। ট্রাকটি মোতিহারির পিপরাকোঠি উড়ালসড়কের নিচ দিয়ে যাওয়ার সময় উড়োজাহাজটি আটকে যায়। বিষয়টি দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দার। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
মোতিহার সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রাজ বলেন, উড়োজাহাজ আটকে যাওয়ায় উড়ালসড়কের নিচের সড়কে যান চলাচল ব্যাহত হয়। দীর্ঘক্ষণের চেষ্টায় ট্রাকচালক এবং স্থানীয় বাসিন্দাদের সাহায্যে বিমানটিকে রাস্তার ওপর থেকে সরানো হয়।
তিনি বলেন, উড়ালসড়কে আটকে উড়োজাহাজটি যথেষ্ঠ ক্ষতিগ্রস্থ হয়েছে। এর বিভিন্ন অংশ ভেঙেচুরে গেছে। ভাঙাচোরা অংশগুলোও সরিয়ে সড়ক পরিষ্কার করা হয়েছে।
Leave a Reply