কেরানীগঞ্জ (ঢাকা): বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, প্রধানমন্ত্রী ২০০৮ সালের নির্বাচনের সময় যে অঙ্গিকার করেছিলেন তার সফল বাস্তবায়ন করছেন। শতভাগ বিদ্যুৎতায়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাতসহ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিনত করেছে, যা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। বাংলাদেশের এই ধারাবাহিকতা ধরে রাখতে জনগন এবারও নৌকায় ভোট দিবেন বলে জানান মন্ত্রী।
মঙ্গলবার বিকালে ঢাকা —৩ আসনে তার নির্বাচনী এলাকায় যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নৌকার মার্কার পক্ষে মিছিল ও গণসংযোগ শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নের ধারা রুখে দিতে বিএনপি জামায়াত জোট ষড়যন্ত্র করে আগুন সন্ত্রাস ও হত্যাকান্ড চালিয়ে বিদেশিদের কাছে প্রপাকাণ্ডা দিচ্ছে। আর বিদেশিরাও তাদের সাথে তাল মিলিয়ে যাচ্ছে। এসব ষড়যন্ত্র ও আতঙ্ক তৈরি করে দেশের মানুষকে জিম্মি করতে চাচ্ছে তারা। এদের প্রতিহত করতে আগামীতে জনগন স্বতঃস্ফূর্ত ভাবে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে এর সঠিক জবাব দিবে।
এসময় মিছিলে অংশগ্রহণ করন উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ,দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, ম.ই.মামুন, আগনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটুসহ দলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
Leave a Reply