কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাপুর চর গলগুলিয়া এলাকার ধলেশ^রী টোল প্লাজার পাশে আমিন কর্পোরেশন নামে একটি অ্যালুমিনিয়াম ফয়েল এন্ড প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনাও ঘটেনি। তবে সম্পূর্ণ কারখানাটি ভস্মীভূত হয়েছে এবং স্টিলের তৈরি ভবনের চালা ধসে পড়েছে।
ভিডিও দেখতে ক্লিক করুন
শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, কারখানাটিতে বিভিন্ন ঔষধ কোম্পানির মোড়ক প্রিন্ট করে তৈরি করা হতো। ভবনের ভেতরে প্রিন্টিং এর কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের কেমিক্যাল পদার্থ থাকায় আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে।
কারখানার ভেতরে কর্মরত যুবক ইয়াসিন জানান, সে ভেতরে কাজ করার সময় প্রিন্টিং মেশিন অতিরিক্ত গরম হয়ে সর্বপ্রথম আগুনের সূত্রপাত হয়। সে সময় তারা অগ্নি নির্বাপন স্টিং হুইসার দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তীতে এর ভয়াবহতা বৃদ্ধি পেলে সেখান থেকে বেরিয়ে আসে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ, র্যাব ও আনসারের সদস্যরা ফায়ার সার্ভিসের কাজে সহযোগিতায় করেছে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার আকবর আলী বলেন,আমাদের একটি মেশিনের দাম ১০ কোটি টাকা যেটি একেবারে পুড়ে ছাই হয়েছে। এছাড়াও আরো আনুষাঙ্গিক অনেক মেশিনারি ও কাঁচামাল পুড়ে গেছে এতে আমাদের প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন—৫ কমান্ডার শামসুজ্জোহা জানান, আগুনের ঘটনার খবর পেয়ে প্রথমে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস ও নিমতলা ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরপর সদর দপ্তর সহ আশেপাশের মোট ৭টি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় রাত ৯ টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারনে আগুনে সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিন করিম জানান প্রতিষ্ঠানটির অনুমোদিত কাগজপত্র আছে কিনা তা যাচাই—বাছাইয়ের জন্য আগামী রবিবার মালিক কর্তৃপক্ষকে উপজেলা পরিষদে আসতে বলা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন হবে কিনা সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে।
Leave a Reply