ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়ন এর গদারবাগ বাগান বাড়ি সোনার বাংলা আবাসিক প্রকল্পের দারোয়ান সামশুল হক হত্যায় জড়িত সাত আসামীকে গ্রেফতার করছে মডেল থানা পুলিশ।
আজ ২০মে (বৃহস্পতিবার) মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শেখ আবজালুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্তকারী কর্মকর্তা জানান,পুলিশ সুপার ঢাকার নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মোঃ শাহাবুদ্দিন কবীরের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে আসামিদের দ্রুত গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সকলে হত্যায় জড়িত ছিল বলে স্বীকার করেছেন।
প্রসঙ্গগত, গত ৭ মে ২০২১ কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা ইউনিয়নের আতাশূর রতন মিয়ার খামার এলাকায় একটি গোডাউনে ছিনতাই করার উদ্দেশে দারোয়ান শামসুল হক (৪৪) কে রাতের কোনো এক সময় কে বা কারা ছুরিকাঘাতে হত্যা করে। পরে কালিন্দী ইউনিয়ন এর গদারবাগ বাগান বাড়ি সোনার বাংলা আবাসিক প্রকল্প তিন রাস্তার ভিতর থেকে মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে নিহত সামশুল হকের ভাতিজা বাদী হয়ে মডের থানায় একটি এজাহার করেন ষেখানে নিহতের বাড়ির ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ জেলার গড়াই পাড়া হাজী মোসলেম উদ্দিনের ছেলে বলে উল্লেখ করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল), মোঃ শাহাবুদ্দিন কবীর বলেন, দারোয়ান সামশুল হক হত্যা ঘটনার সাথে জড়িত সকল আসামীকে তথ্যপ্রযুক্তির সহায়তায় সল্প সময়ে ধরতে সক্ষম হয়েছি। আরো জানান, আসামীরা সবাই পেশাদার ছিনতাইকারী, মাদকাসক্ত এবং কিশোর গ্যাঁঙের সদস্য।
Leave a Reply