বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘সিআইডি’র ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি চরিত্রে অভিনয় করা অভিনেতা দিনেশ ফাদনিস মারা গেছেন। মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মঙ্গলবার (৫ ডিসেম্বর) তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে ৫৭ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, অভিনেতা দয়ানন্দ দিনেশের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। দয়ানন্দ বলেন, দিনেশ রাত ১২টা ৮ মিনিটে মারা গেছে। তার একাধিক জটিলতা দেখা গিয়েছিল। ভেন্টিলেটর থেকে বেরও করা হয়েছিল। এরপরই একাধিক অঙ্গ বিকল হয়ে যায় এবং পরে মৃত্যু হয়। মঙ্গলবার সকালে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।
কয়েকদিন আগেই জানা যায় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন দিনেশ। প্রাথমিকভাবে জানা গিয়েছিল রোববার হার্ট অ্যাটাক হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে দয়ানন্দ জানান, দিনেশকে নিয়ে যা রটেছে সেসব ভুল। দিনেশ দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিল। তার লিভার খারাপ হয়ে গিয়েছিল।
প্রসঙ্গত, ১৯৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত সিআইডি সিরিয়ালে ফ্রেডি চরিত্রে অভিনয় করেন অভিনেতা দিনেশ। তার চরিত্রটি দর্শকের কাছে বেশ জনপ্রিয়। ওই সময়ের মধ্যে জনপ্রিয় শোর মধ্যে একটি ছিল সিআইডি। যা শুরু হয়েছিল ১৯৯৭ সালে। এটি ছিল ভারতীয় টেলিভিশনের প্রথম অপরাধভিত্তিক শোর মধ্যে অন্যতম একটি।
সিরিয়ালটিতে দিনেশ ছাড়াও ছিলেন শিবাজি সাটম, দয়ানন্দ শেঠি, অশ্বিনী কালসেকর, আদিত্য শ্রীবাস্তব, জানভি চেদা গোপালিয়া, আশুতোষ গোয়ারিকর, হৃষিকেশ পান্ডে ও শ্রদ্ধা মুসলে।
অভিনেতা দিনেশকে সিআইডি ছাড়াও বলিউড অভিনেতা আমির খনের সরফারোশ এবং সুপার-30’তে হৃতকি রোশনের সঙ্গে দেখা গেছে।
Leave a Reply