কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জে চুরি হাওয়া মোবাইলের সূত্র ধরে, নগদ বিকাশ ও ব্যাংকিং অ্যাপস থেকে কয়েক কোটি টাকা হ্যাকিং করেছে এমন প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
জানা যায়, দেশের বিভিন্ন জায়গা থেকে চোরাই মোবাইল কিনে নগদ, বিকাশ, ব্যাংকিং অ্যাপস হ্যাক করে টাকা চুরি করতো চক্রটি। তাদের মূল টার্গেট ছিল ধনী ব্যক্তিদের আইফোন মোবাইল চুরি করা। পরে মোবাইলের জিমেইল আইডি হ্যাক করে জিমেইলের মাধ্যমে পিন কোড চেঞ্জ করে বাইনাস নামে অ্যাপসের মাধ্যমে ডলারে পরিণত করে টাকা ট্রানজেকশন করে। পরে চক্রের অন্য সদস্যের মাধ্যমে বিভিন্ন পার্সোনাল বিকাশ নাম্বার ব্যবহার করে নগদ টাকা উঠানো হতো।
এমন ঘটনায়, ভুক্তভোগী মোহাম্মদ রিয়াজ বলেন, গত দু মাস আগে তার মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। পরে তার নাম্বারে তিনি কল দিলে এক ব্যক্তি ধরে বলে যে আমি রিকশা চালক আপনার ফোনটি আগামী কালকে পৌঁছে দেব। এমনভাবে দুইদিন ঘুরানোর পর ফোনটি বন্ধ করে দেয়া হয়। পরে সিমটি রিপ্লেস করা হলে নগদ বিকাশ এবং ব্যাংকে খোঁজখবর নিয়ে দেখতে পায় তার একাউন্ট থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বিভিন্ন বিকাশ নাম্বারে হ্যাক হয়ে গিয়েছে।
এই ঘটনা তদন্তকারী কর্মকর্তা মডেল থানার এস আই আবুল কালাম আজাদ বলেন, আটককৃতদের স্বীকারোক্তিতে জানা গেছে দুই মাসে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে চক্রটি।
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবউদ্দীন কবীর জানান, বাদামতলীর ফল ব্যবসায়ী সাইফুল ইসলামের মোবাইল চুরি হওয়ার দুইদিন পর তার মোবাইল ব্যাংকিং ২৯ লক্ষ টাকা হাতিয়ে নেয় চক্রটি। ধারাবাহিক অভিযানে ইতিমধ্যে নারীসহ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের অভিযান চলছে।
Leave a Reply