1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পাঁচ দশকের ব্যবধানে প্রথম কোনো পাকিস্তানি জাহাজ সরাসরি বাংলাদেশে আওয়ামী লীগসহ ২৬টি দলের মতামত না চাওয়ার ব্যাখ্যা দিয়েছেনঃ সংস্কার কমিশন সরকার পরিচালনায় অদক্ষতা সামনে এলে জনগণ তা মেনে নেবে নাঃ তারেক রহমান আজিমপুরে বাসা থেকে অপহৃত আট মাসের সেই শিশু উদ্ধার জুমার নামাজের খুতবার গুরুত্ব কেরানীগঞ্জে দেড় কোটি মুল্যের সরকারি জমি উদ্ধার ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইমন চৌধুরীকে সন্মাননা প্রদান অপহরণ ও ধর্ষণে সহযোগিতার মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র কারাগারে ঢালাও মামলার প্রবণতা বিব্রতকরঃ আইন উপদেষ্টা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলা বাতিল

বিশ্বকাপে ভারত নেদারল্যান্ডস ম্যাচে ১০টি নতুন নজির

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপে ভারত বনাম নেদারল্যান্ডসের ম্যাচ। তার উপর বেঙ্গালুরুর মতো মাঠে খেলা। রেকর্ডের ছড়াছড়ি হবে জানাই গিয়েছিল। সেটাই হল। কোন ১০টি নজির হল রবিবার?

রেকর্ডের ছড়াছড়ি হবে সেটা আগেই জানা গিয়েছিল। সেটাই হল। সে রকম ১০টি নজির পাওয়া গেল রবিবারের ম্যাচে।

 

১) বিশ্বকাপে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান উঠল রবিবার। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪১০ তুলল তারা। শীর্ষে বারমুডার বিরুদ্ধে ভারতের ৪১৩ রান, যা হয়েছিল ২০০৭ বিশ্বকাপে। পাশাপাশি বেঙ্গালুরুতে এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রান করল ভারত।

২) এক দিনের ইতিহাসে দ্বিতীয় দল হিসাবে ভারতের প্রথম পাঁচ ব্যাটারই অর্ধশতরান করলেন। বিশ্বকাপে হল প্রথম বার। রোহিত ৬১, শুভমন ৫১, কোহলি ৫১, শ্রেয়স ১২৮ এবং রাহুল ১০২ রান করেন। অস্ট্রেলিয়া প্রথম দল যারা দু’বার এই কাজ করে দেখিয়েছে। দু’বারই ভারতের বিরুদ্ধে।

 

৩) ভারতের অধিনায়ক হিসাবে একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান হল রোহিত শর্মার। রবিবার তাঁর ৫০০ রান পেরিয়ে গেল। ২০০৩ বিশ্বকাপে সৌরভ ৪৬৫ রান করেছিলেন। ২০১৯ বিশ্বকাপে কোহলি করেছিলেন ৪৪৩ রান।

৪) এক দিনের ক্রিকেটে মোট রান সংখ্যায় মহেন্দ্র সিংহ ধোনিকে পেরিয়ে গেলেন রোহিত শর্মা। ধোনির রয়েছে ১০,৫৯৯ রান। রবিবারের পর রোহিতের রান হল ১০,৬১২।

৫) সব ফরম্যাট মিলিয়ে এক বছরে ২০০০ রান হয়ে গেল শুভমন গিলের। রবিবার তাঁর দরকার ছিল ১৭ রান। সহজেই সেটি পেরিয়ে যান তিনি। ৪৩ ম্যাচে ২০৩৪ রান হল তাঁর।

৬) বিশ্বকাপের ইতিহাসে শ্রেয়স আয়ার এবং কেএল রাহুল চতুর্থ সর্বোচ্চ জুটি গড়লেন। চতুর্থ উইকেটে তাঁরা ২০৮ রানের জুটি গড়েন। সবার উপরে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়ের ৩১৮ রানের রেকর্ড, যা হয়েছিল ১৯৯৯ সালে টনটনে। দ্বিতীয় স্থানে রয়েছেন সৌরভ এবং সচিন তেন্ডুলকর (২৪৪)।

৭) এক বিশ্বকাপে সচিনের সবচেয়ে বেশি অর্ধশতরানের রেকর্ড ছুঁলেন কোহলি। এ বারের বিশ্বকাপে ৭টি অর্ধশতরান হল তাঁর। এর আগে ২০০৩ বিশ্বকাপে সাতটি অর্ধশতরান করেছিলেন সচিন।

৮) বিশ্বকাপে ভারতের হয়ে দ্রুততম শতরান করলেন রাহুল। রবিবার ৬২ বলে শতরান করলেন তিনি। এ বারের বিশ্বকাপেই আফগানিস্তানের বিরুদ্ধে ৬৩ বলে শতরান করেছিলেন রোহিত। সেই রেকর্ড ভাঙল।

 

৯) ভারতের দ্বিতীয় উইকেটকিপার হিসাবে বিশ্বকাপে শতরান করলেন রাহুল। আরেক রাহুল, অর্থাৎ দ্রাবিড়কে ছুঁলেন তিনি। ১৯৯৯ সালে দ্রাবিড় শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করেছিলেন।

১০) নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের প্রথম ব্যাটার হিসাবে এক দিনের ক্রিকেটে শতরান করলেন শ্রেয়স। কিছু ক্ষণ পরে দ্বিতীয় ব্যাটার হলেন রাহুল। বেঙ্গালুরুতে এই নিয়ে পাঁচ জন ভারতীয় শতরান করলেন। সচিন এবং রোহিতের এই মাঠে দু’টি করে শতরান রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews