1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন

ঢাকার প্রবেশপথ কেরানীগঞ্জে পুলিশের ব্যাপক তল্লাশী

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) : আগামিকাল শনিবার রাজধানীতে বড় দুইদলের সমাবেশ ঘিরে যেকোনো ধরনের নাশকতা বা অরাজক পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থায় ছিল আইনশৃঙ্খলা বাহিনী ।

শুক্রবার ভোর থেকে ঢাকার প্রবেশপথ কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রীজের (চীন মৈত্রী প্রথম সেতু) দক্ষিণ প্রান্তে হাসনাবাদ, বুড়িগঙ্গা ২য় সেতুর (বাবুবাজার ব্রীজ) কদমতলী ও বসিলা সেতুুর দক্ষিণ প্রান্তে ঘাটারচর এলকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের যাত্রীবাহী সকল বাস ও প্রাইভেটকার থামিয়ে চেক করা হয়। রাস্তায় দুরপাল্লার যানবাহনের সংখ্যা ছিল কম। অপরদিকে শুক্রবার বিকাল থেকেই বন্ধ ছিল বুড়িগঙ্গা নদীতে সকল খেয়া নৌকা।

শুক্রবার সকাল থেকেই ঢাকার প্রবেশ পথ গুলোতে চেকপোষ্টে ঢিলেঢালা ভাবে তল্লাশি করা হলেও জুমার নামাজের পর থেকে বেড়ে সন্ধ্যার পর তা ব্যাপক আকারে করা হয়। সন্ধ্যার পর থেকে চেকপোস্টের পাশাপাশি সাঁজোয়াজান সহ অতিরিক্ত পুলিশের ব্যাপক মহড়া ও ব্রিফিং দেয়া হয়। এছাড়াও সরকারদলীয় সমর্থকরা বিভিন্ন স্থানে তাবু টানিয়ে অবস্থান করে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। যাত্রীবাহী বাস প্রাইভেটকার, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনকে চেকপোষ্টে থামিয়ে তল্লাশী ও জিঞ্জাসাবাদ করা হয়। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা জানান, রাজধানীবাসীসহ সকলের নিরাপত্তার স্বার্থে ও দেশে কেউ যেনো কোনো অপ্রতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যেই এই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews