খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপে আফগানিস্তানের শুরুটা ভালো হয়নি। বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে হেরে যায় দলটি। এরপর স্বাগতিক ভারতের বিপক্ষেও উড়ে যায়। তবে নিজেদের তৃতীয় ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিলেন রশিদ-নবীরা। মাঝে নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও এবার পাকিস্তানকে রীতিমতো চমকে দিয়ে জয় তুলে নিল আফগানরা। চলমান আসরের ২২তম ম্যাচে বাবর আজমদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারাল হাশমতউল্লাহ শহিদীবাহিনী।
এটি ওয়ানডেতে আফগানদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। এর আগে সর্বোচ্চ ২৭৪ রানের লক্ষ্য তাড়ায় ২০১৪ সালে জিতেছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এছাড়া পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ৮বারের দেখায় প্রথম জয় তুলে নিল আফগানরা।
আজ সোমবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করা পাকিস্তান বাবর আজমের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান করেছে। জবাবে ব্যাট করতে নেমে টপঅর্ডারের ৪ ব্যাটারের দৃঢ়তায় ২ উইকেট হারিয়ে ও ৬ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান।
২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ম্যাচ জয়ের আভাস পেয়ে যায় আফগানিস্তান। ২১.১ ওভারে ১৩০ রান তোলেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। অবশেষে জুটি ভাঙেন শাহীন শাহ আফ্রিদি। তিনি ৫৩ বলে ৯টি চার ও ১টি ছক্কয় ৬৫ রান করা গুরবাজকে ফেরান।
তবে সেঞ্চুরির কাছে গিয়ে বিদায় নেন জাদরান। হাসান আলীর বলে আউট হওয়ার আগে এই ব্যাটার ৮৭ রান করেন। তিনি ১১৩ বলে ১০টি চারে নিজের ইনিংস সাজান। পরের গল্পটা শুধুই আফগানদের। পাকিস্তানি বোলারদের হতাশ করে একের পর এক নান্দনিক শট খেলে দলকে জেতান রহমত শাহ ও অধিনায়ক শহিদী। রহমত ৮৪ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৭৭ রানে অপরাজিত থাকেন। আরেক অপরাজিত ব্যাটার শহিদী ৪৫ বলে ৪টি চারে ৪৮ রান করেন।
টস জিতে এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটা ভালো হয়। উদ্বোধনী জুটিতে ১০.১ ওভারে ৫৬ রান তোলেন দুই ওপেনার আবদুল্লাহ শফিক ও ইমাম-উল-হক। তবে আজমতউল্লাহ ওমরজাই এই জুটি ভাঙেন। তিনি ব্যক্তিগত ১৭ রানের ব্যাট করা ইমামকে ফেরান।
Leave a Reply