নিজস্ব প্রতিবেদক: যুদ্ধ অপরাধ মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আজহার আলী শিকদার(৭৮) নামের এক হাজতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত আজহার আলী বাগেরহাটের কচুয়া থানার বিশারখোলা এলাকার আহমদ আলী শিকদারের ছেলে।
মঙ্গলবার (১৭ অক্টোবর ) বিকেল চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৭ম তলা ৭০২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের লাশ মর্গে রাখা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, আজহার আলী কচুয়া থানার মানবতা বিরোধী অপরাধের একটি চলমান মামলায় ২০১৭ সাল থেকে কারাগারে বন্দী ছিল। গতকাল সোমবার দুপুরে কারাগারের ভেতর উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের কারণে রক্তের সুগারের মাত্রা কমে গেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর তাকে ওয়ার্ডে ভর্তি রাখা হয়। আজ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply