ক্রীড়া প্রতিবেদক: প্রথমেই বিশ্বকাপে সূচনাটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশ দলের। আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে মিরাজ-সাকিবরা। সবকিছু ঠিক থাকলে চলতি বিশ্বকাপে বাংলাদেশের জার্সি গায়ে দেখা যেতো তামিম ইকবালকে। কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা হয়নি অভিজ্ঞ এই ক্রিকেটারের। দলে না থাকলেও টাইগারদের খেলা উপভোগ করেছেন তিনি। দুর্দান্ত জয়ে সাকিবদের অভিনন্দনও জানিয়েছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক।
শনিবার (৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব-মুশফিকদের অভিনন্দন জানিয়ে পোস্ট করেন তামিম। তিনি লেখেন, ‘অভিনন্দন বাংলাদেশ! দারুণ শুরু। ধারাবাহিকতা ধরে রাখো শক্তিশালী তরুণরা।’
এর আগে, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে বিশ্বকাপের প্রথম ম্যাচে ১৫৬ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। ১৫৭ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে খানিকটা ধাক্কা খেলেও শেষ পর্যন্ত ৬ উইকেটের বড় জয় দিয়ে ভারত বিশ্বকাপে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ দল।
Leave a Reply