কেরানীগঞ্জ (ঢাকা) : বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, রাজনৈতিকভাবে সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়েছিল বিএনপি। বিএনপি সরকারের সময় রাতের বেলায় কেউ শান্তিতে ঘুমাতে পারেনি। কিন্তু আমরা কোনভাবেই সন্ত্রাসকে প্রশ্রয় দেইনি।
সোমবার বিকালে কেরানীগঞ্জের শুভাড্যা ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এক কমীর্সভায় এসব কথা বলেন। ইউনিয়ন সভাপতি হাজি বাশের উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ আ’লীগ সভাপতি শাহীন আহমেদ।
প্রতিমন্ত্রী আরও বলেন, “বর্তমানে সকলে সমানভাবে ব্যবসা—বাণিজ্য করছে। আমি যখন সংসার সদস্য হয়েছি তখন আমি সকলের সংসদ সদস্য কাউকে ভিন্ন চোখে দেখিনি। আমি যখন প্রতিমন্ত্রী হয়েছি আমি বাংলাদেশের প্রতিমন্ত্রী। আমার দায়িত্ব ও কর্তব্যবোধ আছে। আমি সকলের ঘরেই বিদ্যুতের সংযোগ দিয়েছি। যদি বাটপার বিএনপি থাকতো তাহলে দেশের অবস্থা কি হতো। শুধু নিজেদের ঘরে বিদ্যুৎ দিয়ে বাকি সব খালি রাখতো। তারা বিদ্যুতের তার চুরি করে খেয়েছিল। পরবর্তীতে তারা যদি ক্ষমতায় আসে আগে বানিয়েছিল হাওয়া ভবন এরপর বানাবে খাওয়া ভবন।”
তিনি আরো বলেন, “বিএনপি বলে আমরা তাদেরকে কথা বলতে দেই না, তারা বিদেশীদের কাছে নালিশ করে। তারা টেলিভিশন রেডিওতে সারাক্ষণ কথা বলে। আবার তারা বলে কথা বলতে দেয় না। তারা বয়রা হয়ে গেছে নিজের কথা নিজে শুনতে পায় না।’
প্রতিমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা এখন যেই দেশে যায় সে দেশ সম্মানের সাথে কথা বলে। সে শুধু বাংলাদেশের নেত্রী নয় বিশ্ব নেত্রী। আবারো নৌকায় ভোট দিয়ে দেখিয়ে দিতে হবে নৌকা কত শক্তিশালী। এসময় তিনি নেতাকর্মীদের নির্বাচন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আ’লীগের সহসভাপতি হাজি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন,সদস্য মো. শাহজাহান,কোষাধ্যক্ষ জসিম মাহমুদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ম.ই মামুন প্রমুখ।
Leave a Reply