রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া পশ্চিমপাড়া গ্রামের মিন্টু ওরফে মন্টু শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (২১), ওসমানপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত দুলাল শেখের ছেলে আশরফ ওরফে আশরাফুল শেখ (৪২)।
রাজবাড়ী পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ এর সার্বিক দিক নির্দেশনায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানার কলিমহর ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রামের আব্দুর রহমান মন্ডলের বসত বাড়ির উত্তর পাশে ব্রীজের উপর অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি লোহার এবং কাঠের তৈরী দেশীয় সক্রিয় ওয়ান শুটার গান এবং একটি তাজা গুলি সহ জাহাঙ্গীর শেখ, আশরফ ওরফে আশরাফুল শেখকে গ্রেপ্তার করা হয়।
পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, আসামীদের প্রাথমিক জিজ্ঞাবাদে তারা জানায়, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র-গুলি পরস্পর হাত বদলের মাধ্যমে তাদের নিজ নিজ হেফাজতে রেখে পাংশা থানা এলাকার বিভিন্ন ইউনিয়নে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকান্ড করে আসছিল। অস্ত্র গুলি উদ্ধারে পাংশা মডেল থানায় অস্ত্র আইনের শনিবার নিয়মিত মামলা রুজু করা হয়। তাদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply