কেরানীগঞ্জ (ঢাকা): রাজধানীর কেরানীগঞ্জে স্বর্ণ লুটের ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় লূট হওয়া স্বর্ণ ও ডাকাতি কাজে ব্যবহৃত দু’টি মাইক্রোবাস উদ্ধার করা হয়। আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান।
গ্রেপ্তারকৃতরা হলো: বাদল মুন্সি ওরফে সার্জেন্ট বাদল (৪৫), শহিদুল শেখ ওরফে র্যাব শহিদ (৪০), অলিউর রহমান ওরফে ক্যাপ্টেন ওলি (৪২), সাইদ মনির আল মাহমুদ ওরফে সোর্স মনির (৩৭), সবুজ খাঁন (৫২), ড্রাইভার ইব্রাহিম ওরফে ডাক্তার (৩৬), লাবু শরীফ ওরফে বাবুল শরীফ ওরফে বাবলু (৪৮), রুবেল (২৭), ড্রাইভার মোশারফ হোসেন (৩৯)। অভিযানকালে ডাকাত ড্রাইভার মোশারফ এর নিকট হতে একটি পার্ল রংয়ের এলিয়ন প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ—২২—২৪৬৭) জব্দ করা হয় ও ড্রাইভার ইব্রাহিম ওরফে ডাক্তার এর হেফজত থেকে একটি সিলভার রংয়ের নোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো—চ—৫৩—৫১৯৭) ডাকাতি কাজে ব্যবহৃত হওয়ায় আলামত হিসেবে জব্দ করা হয়।
পুলিশ সুপার জনান, গত ৪ সেপ্টেম্বর দিবাগত রাত ৯ টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামের পায়েল জুয়েলার্সের মালিক সুনিল মন্ডল তার দোকান থেকে বাড়ী ফেরার পথে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তার ব্যাগে থাকা ৩৪ ভরি স্বর্ণালংকার, ৩০ ভরি রূপার অলংকার ও নগদ আশি হাজার টাকা লুটে নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, পরবর্তীতে সুনীল মন্ডল বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করলে কেরানীগঞ্জ মডেল থানার একটি চৌকস দল সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর তাতিবাজার ও খিলগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে দেশের বলেন বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য।
Leave a Reply