কেরানীগঞ্জ( ঢাকা) ঃ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে প্রায় ১৩ লক্ষাধিক টাকা মূল্যের ৪৪৭৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার করেছে র্যাব-১০।
গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের নাম মোঃ জুলহাস তালুকদার (৫১) ও নাসরীন আক্তার ইতি (৩১)।
আজ বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া ও অপ্স) এম ফখরুল হাসান। তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে জানান যে, র্যাব-১০ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া নামকস্থানে একদল মাদক ব্যবসায়ী মাদক কেনা বেচা করতেছেন। এই সংবাদের ভিত্তিত্ব র্যাব-১০ এর একটি অভিযানদল গত ৩০ আগস্ট রাত ৯ টায় অভিযান পরিচালনা করে।অভিযানে র্যাব-১০, (৪,৪৭৫ চার হাজার চারশত পচাঁত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করে। যাহার আনুমানিক মূল্য ১৩,৪২,৫০০/- (তেরো লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত) টাকা।
এসময় তাদের নিকট হতে ০২টি মোবাইল ফোন ও নগদ- ৭০০/- (সাতশত) টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
র্যাব-১০ সদস্যরবাদী হয়ে
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধার হওয়া মালামাল হস্তান্তর করেন।
Leave a Reply