1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার রোগ মু্ক্তির জন্য কেরানীগঞ্জে দোয়া মোনাজাত কেরানীগঞ্জে অটো রিকশা চালক রকিকে খুনের দায়ে যুবক গ্রেপ্তার বিজিবির প্রতিরোধে বিএসএফের সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ শামীম ওসমানের দাড়ি-গোঁফওয়ালা ভাইরাল ছবির রহস্য ফাঁস সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছেঃ ফখরুল যে কারণে মোদি যুক্তরাষ্ট্রের ভিসা চেয়েও পাননি ঢাকা জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা দেশে ৫ জনের শরীরে রিও ভাইরাস শনাক্ত কেরানীগঞ্জে ময়লার বিল নিয়ে দ্বন্দ্বে নিহত ১ বিসিএস প্রশাসন ৩৩তম ব্যাচের সভাপতি শামীম হুসাইন ও সা.সম্পাদক রিনাত ফৌজিয়া

এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের অপেক্ষায়

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার অসহনীয় যানজটের বাস্তবতাকে সত্যিকার অর্থে বদলে দিতে, একের পর এক নেয়া হয়েছে মেগাপ্রকল্প। চালু হয়েছে বেশ কয়েকটি ফ্লাইওভার ও মেট্রোরেল। কিন্তু, বার বার মেয়াদ বাড়িয়ে পিছিয়ে গেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

অবশেষে নির্ধারিত সময়ের ৯ বছর পর, আগামী শনিবার ( ২ সেপ্টেম্বর ) আংশিকভাবে চালু হতে যাচ্ছে গতিময় এই সড়ক। আপাতত, ২০ কিলোমিটারের মধ্যে খুলে দেয়া হবে ১২ কিলোমিটার।

এই যাত্রায় বিমানবন্দর থেকে ফার্মগেইট পর্যন্ত অংশের ৫টি পয়েন্ট দিয়ে, গাড়ি উঠতে ও নামতে পারবে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। এর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উঠা ও নামার জন্য থাকবে একটি করে র‍্যাম্প। কুড়িলে উঠার পথ ২টি আর নামার একটি। বনানীতে দুটি র‍্যাম্প উঠার আর দুটি নামার। মহাখালীতে নামা যাবে দুই পথে,তবে উঠা যাবে একটি পথে। আর ফার্মগেইটে নামার পথ একটি তেঁজগাও কলেজের সামনে, আর উঠার র‍্যাম্প ৩টি। শুরুতে মোট ১৬টি র‍্যাম্পের মধ্যে ১৩টিতে যানবাহন চলাচল করবে।

এরইমধ্যে ঘোষণা দেয়া হয়েছে, এই পথে উঠবে না তিন-চাকার আর দুই চাকার কোন যানবাহন। থাকবে না ফুটপাত। নির্ধারণ করা হয়েছে যানবাহনের টোলও। প্রাইভেট কারে সর্বনিম্ন ৮০ টাকা। একই টোল-হার মাইক্রোবাস, পিকআপ, হালকা ট্রাকের ক্ষেত্রে। তবে মাঝারি ট্রাকে ৩২০ টাকা এবং ভারী ট্রাক চলাচলে গুনতে হবে ৪শ টাকা। এছাড়া, বাস-মিনিবাসে গুনতে হবে ১৬০ টাকা।

২০১১ সালে কাজ শুরু হওয়া দেশের প্রথম এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ের ব্যয় ধরা হয়েছিলো ৮হাজার ৭০৩ কোটি টাকা। মাঝের এই বছরগুলোতে কয়েক দফা বেড়ে, এখন হয়েছে ১৩ হাজার ৮৫৭ কোটি টাকা।

বলা হচ্ছে, ঢাকার মানুষের যানজটের যে দুর্ভোগ তা অনেকটা কমে যাবে মেট্রোরেল এবং এলিভেটেড এক্সপ্রেস ওয়ের পুরো পথ চালু হওয়ার পরে। তবে পরিবহণ বিশেষজ্ঞ যারা ঢাকার পরিবহণ নিয়ে ভাবেন তারা বলছেন, গণপরিবহণ ব্যবস্থাকে উন্নত করা না গেলে এমন একাধিক প্রকল্প বাস্তবায়ন করার পরও সাধারণ মানুষের যে স্বস্তি তা থেকে যাবে অধরাই।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews