কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আতিকুল্লাহ চৌধুরীকে নৃশংসভাবে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার মূল পরিকল্পনাকারী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামী গোলজার হোসেন মেম্বারকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। আজ (২৪ ডিসেম্বর) ভোরে রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর এ তথ্য সাংবাদিকদের জানায়।
তিনি জানান,২০১৩ সালের ১০ ডিসেম্বর দক্ষিন কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিকুল্লাহ চৌধুরী নৃশংসভাবে খুন হন। হত্যাকারীরা তাকে হাত—পা বেঁধে হত্যা করে লাশ নিশ্চিহ্ন করার লক্ষে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। চাঞ্চল্যকর ও নৃশংস এই হত্যাকান্ডের পর নিহত আতিকুল্লাহ চৌধুরীর ছেলে মোহাম্মদ সাইদুর রহমান ফারুক চৌধুরী (বর্তমান কোল্ডা ইউনিয়নের চেয়ারম্যান) অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ মামলাটি তদন্ত করে ২০১৫ সালের জানুয়ারী মাসে সম্পা (২৮), গুলজার হোসেন (৫৮), আসিফ (৩২), শিহাব আহম্মেদ ওরফে শিরু (৩২), আহসানুল কবির ইমন (২৮), রফিকুল আমিন ওরফে টুন্ডা আমিন (৩২), তাজুল ইসলাম ওরফে তানু (৩৫) ও জাহাঙ্গীর খাঁ(৩৫) এদের বিরুদ্ধে পেনাল কোড ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় বিজ্ঞ আদালত পলাতক আসামী গুলজার হোসেন (৫৮) কে মৃত্যুদন্ডের সাজা দেন। ২০২০ সালের ২ ডিসেম্বর মাসে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত এ মামলার রায় ঘোষনায় ৮ জন আসামির মধ্যে শস্পাকে খালাস ও বাকি ৭ জনের ফাঁসির রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী গোলজার মেম্বার কয়েক বছর যাবত দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিল।
হত্যা মামলার বাদী নিহত আতিকুল্লাহর ছেলে বর্তমান কোন্ডা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান ফারুক চৌধুরী বলেন, হত্যাকান্ডের দীর্ঘদিন পেরিয়ে গেলেও অবশেষে আমার বাবাকে হত্যার প্রধান আসামি গোলজার কে পুলিশ গ্রেপ্তার করায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তবে গ্রেপ্তারকৃতদের রায় দ্রুত কার্যকর করার জন্য সরকারের সংশিষ্টদের প্রতি আহবান জানাই।
প্রায় ১০ বছর পালিয়ে থাকার পর মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গোলজার মেম্বারকে গ্রেপ্তারের জন্য কেরানীগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর (বিপিএম)এর নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক দল রাজধানীর সূত্রাপুরে অভিযান পরিচালনা করে আসামি গোলজার হোসেনকে (সাবেক মেম্বার, কোন্ডা ইউনিয়ন) গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ মামলায় দন্ডপ্রাপ্ত অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারে জন্য অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশের এই কর্মকতার্।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানা পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান, পুলিশ পরিদর্শক (অপারেশন) শরজিৎ কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ চৌধুরী ছেলে বর্তমান কোন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক, এস আই নাজমুস সাকিব ও হিরন কুমার বিশ্বাস।
ashiq/nur
Leave a Reply