কেরানীগঞ্জ (ঢাকা) : ইয়াবা সেবনের পর গণধর্ষনের করে ঢাকার কেরানীগঞ্জে মসজিদের পুকুর থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধারের ঘটনার একবছর পর হত্যাকাণ্ডে মূল হোতা শাওনকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার সকালে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম কেরানীগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করে জানান, গত ১৭ জুলাই কেরানীগঞ্জের শাক্তা মালঞ্চ এলাকায় নয়ন নামের এক অটো রিকশা চালককে হত্যা করা হয়। আর সে হত্যা কাণ্ডে জড়িত ৪ আসামিকে গ্রেপ্তার করা হলে তারা চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। হত্যায় জড়িতরা জানায় গত এক বছর আগে মডেল থানার বামনশুর এলাকায় মাদক সেনবকরে গনধর্ষনের পর লাশ গুম করার জন্য ওই ঐ এলাকার মসজিদের পুকুরে লাশ ফেলে দেয়। এরপর লাশ উদ্ধার করে মডেল থানা পুলিশ। এরপর মামলা হলে তার রহস্য উদঘাটন করতে পারেনী পুলিশ। তারপর সে মামলা পিবিআইয়ের নিকট হস্তান্তর করা হলেও কোন সুরহা হয়নি । এর পর গত ১৭ জুলাই অটোচালক হত্যার পর চার আসমি ধরা পড়ে। তারা জানায় মসজিদ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত তরুনী মারিয়াকে তারা তাকে হত্যা করেছে। সে হত্যা কান্ডেরে প্রধান ছিলো শাওন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার বিশেষ অভিযান পরিচালনা করে শাওনকে নিজ গ্রামের বাড়ি শরীয়তপুর থেকে গ্রেপ্তার করা হয়। হত্যাকান্ডের ঘটনা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়ার জন্য শাওনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পরবর্তিতে অজ্ঞাত তরুনীর নাম মারিয়া (১৭) জানা গেলেও পুরো পরিচয় জানতে পারেনি পুলিশ।
এছাড়াও আসামি রাকিব, আলী আকবর, সজীব ও রিয়াজ ৮ জুলাই মালঞ্চ এলাকায় অটোচালক নয়ন হত্যার ঘটনায় জড়িত থাকায় আগে থেকেই কারাগারে রয়েছে।
Leave a Reply