রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টুনে থাকা ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বেলা সোয়া ১২টার দিকে এক ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, বেলা ১১টার দিকে ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিস ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মালিক বৈদ্যুতিক সটর্সাকিট থেকে আগুন লাগার দাবি করলেও ধুমপান থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। তবে কি পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি সংস্থাটি। এছাড়া আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ময়ুর লঞ্চটি ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন), লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী, বলেন বেলা ১১টায় খবর পেয়ে ৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
লঞ্চের ভিতরের চিত্র
Leave a Reply