1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন

চাঁদা বন্ধের দাবিতে সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধ (ভিডিওসহ)

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): রাজধানীর পোস্তগোলা এলাকায় সিএনজি চালিত অটোরিকশা থেকে চাঁদা আদায় বন্ধে পোস্তগোলা ব্রিজ এলাকায় আন্দোলন করেছেন চালকরা। এতে পোস্তগোলা ব্রিজ দিয়ে রাজধানী ঢাকায় আসা-যাওয়ার যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক অবরোধের ফলে ব্রিজের দু’পারে তীব্র যানজট সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টা থেকে কয়েকশ চালক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করতে চালকদের সাথে আলোচনা করে। প্রায় ঘন্টা ব্যাপী অবরোধ শেষে চালকরা সেখান থেকে সরে যায়।

 

চালকদের সাথে কথা বলে জানা গেছে, রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের নামে প্রত্যেক অটোরিকশা থেকে ৬০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। চালকরা এই চাঁদা দিতে রাজি না হয়ে প্রতিবাদে একত্র হয়ে পোস্তগোলা ব্রিজে অবস্থান ব্রিজ বন্ধ করে দেন। ফলে ঢাকা থেকে পোস্তগোলা ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম  বলেন, ব্রিজে টোল দেওয়ার জন্য সিটি টোল নামে একটি প্রতিষ্ঠানকে নতুন করে ইজারা দেয় সিটি করপোরেশন। তবে সিএনজিচালকরা টোল না দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে। বর্তমান অবস্থা স্বাভাবিক।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews