1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন

মানুষের শান্তি নষ্ট করলে রাজপথে জবাব : নসরুল হামিদ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ জুন, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) ঃ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন,  মানুষ শান্তিতে আছে। কেউ যদি মানুষের শান্তি বিনষ্ট করে তাদের রাজপথে জবাব দেয়া হবে। তিনি বলেন, বিএনপি জামায়াতের আমলে ১৪ টি বছর কেরানীগঞ্জের মানুষ অন্ধকারে ছিল। কেরানীগঞ্জবাসী ২৪ ঘন্টার মধ্যে ৬ ঘন্টা বিদ্যুৎ পেত। একসময়  কেরানীগঞ্জ বাতির নিচে অন্ধকার ছিলো। এখন কেরানীগঞ্জ নয় সারা বাংলাদেশের মানুষ আলোকিত। প্রতিটি গ্রামে আলো পৌছে গেছে।

শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বেপারী পাড়া এলাকায়  জিনজিরা থেকে কোন্ডা ভায়া মীরেরবাগ বাজার, বেয়ারা বাজার সড়ক এবং বনগ্রাম জিন্দাপীর ফোরলেন সড়কের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক মতবিনিময় সভায়  প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।

নসরুল হামিদ আরও বলেন, “বিএনপি জামাত জোটের নেতৃবৃন্দরা নিজের হাতে অস্ত্র নিয়ে তারা ধাওয়া করে। বাঁশ নিয়ে লাঠি নিয়ে  আগুন সন্ত্রাস করে। সরকারী দলের অফিস ভাঙ্গে। তারা যত্রতত্র আমাদের কর্মি দের আক্রমন করেছে মাথা ফাটিয়েছে। তারপরও আমরা কিছুই বলিনি। সন্ত্রাসের জবাব আমরা ভোটের মাধ্যমে দিব। তারা হারিকেন নিয়ে মিছিল করে। ৫০ বছর আগে এই হারিকেন ছিল মুসলিম লীগের প্রতীক। মুসলিম লীগের চেতনা আর পাকিস্তানের চেতনা নিয়ে  তাদের পিছনে বাতি চলে আর সামনে হারিকেন নিয়ে মিছিল করে। সাধারন মানুষ সব দেখতেছে । বিএনপির হাতে যদি ক্ষমতা যায় তাহলে আগামীতে হাওয়া ভবন হবেনা খাওয়া ভবন হবে।”
এসময় তিনি নৌকার বিজয় করতে নেতাকর্মীদের পাড়া-মহল্লায় এখন থেকে কাজ করার আহবান জানান।
 দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ম.ই মামুন এর সঞ্চালনায়  ঢাকা জেলা আওয়ামী লীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক হাজি মোঃ ইকবাল হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ সাকুর হোসেন সাকু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সহ সভাপতি হাজি মোঃ জাহাঙ্গীর শাহ খুশি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews