করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৫৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯১৫ জন। এদের মাঝে ১ হাজার ৩৮৬ জন শনাক্ত হয়েছে। দেশে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেলেন ১১ হাজার ৯৩৪ জন। আর মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭ লাখ ৭৩ হাজার ৫১৩ জন।
গতকাল শনিবার ৭ সপ্তাহে দেশে দৈনিক সর্বনিম্ন শনাক্ত ও ৪৫ জনের মৃত্যুর তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর। ওই দিন দেশে ১ হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।
আজ ৯ মে রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।
বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৮ দশমিক ১৯ শতাংশ। সুস্থ হয়েছেন ৩ হাজার ৩২৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১০ হাজার ১৬২ জন।
Leave a Reply