নিজস্ব প্রতিবেদক: ২০১৯ সাল থেকে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প শুরু করে সেঞ্চুরি পূর্ণ করলেন কেরানীগঞ্জের সন্তান ডাক্তার হাবিবুর রহমান।
শুক্রবার সকালে কেরানীগঞ্জ উপজেলার মডেল থানার সিরাজনগর এলাকায় একটি বিদ্যালয়ে প্রায় তিন হাজার মানুষের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। এসময় ৩২ জন বিশেষজ্ঞ ডাক্তার বিভিন্ন রোগীদের সেবা প্রদান করেন।
ইতোমধ্যে ডাক্তার হাবিব গরীবের ডাক্তার নামে সাধারণ মানুষের কাছে খ্যাতি লাভ করেছেন।
সকাল ৯ টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের বেশ কয়েকটি গ্রাম থেকে ভিড় করেন মানুষ। সবাইকে চিকিৎসা নিতে আশা লোকজনদেরকে কয়েকটি টিমের মাধ্যমে সেবা প্রদান করা হয়।
সেবা নিতে আসা আকলিমা নামের এক নারী জানান, আমার দুই বছরের ছোট্ট শিশুর জন্য চিকিৎসা নিতে এসেছি। ডাক্তারের ব্যবহারে আমি মুগ্ধ। তারা যত্ন সহকারে আমার ছেলের সমস্যা শুনে প্রেসক্রিপশন লিখে দিয়েছে। সে প্রেসক্রিপশন নিয়ে ফ্রি ঔষধ পেয়েছি। ডাক্তার হাবিব সাহেবের জন্য দোয়া করি। তিনি যেন মানুষের মাঝে এ সেবা দিয়ে যেতে পারেন।
জানাগেছে, ২০১৯ সালের জানুয়ারী মাস থেকে ডা: হাবিবুর রহমান গরীব ও অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার জন্য ঢাকার কেরানীগঞ্জ, কামরাঙ্গী চর ও সাভার এলাকাসহ বিভিন্ন স্কুলে প্রতি শুক্রবার ফ্রী মেডিক্যাল কেম্পের আয়োজন করেন। এ পর্যন্ত ফ্রী ক্যাম্পে সেবা নেয়া রোগীর সংখ্যা প্রায় ১৭ হাজার। সেবা মূলক কাজকে অব্যহত রাখার জন্য তার পিতার নামে গড়ে তুলেছেন দাতব্য সংস্থান আলাদিন পেইন সেন্টার।
কেরানীগঞ্জের তরুন দুই সমাজ সেবক সায়মন চৌধুরী ও রিয়াজ আহমেদ জানান, ডাঃ হাবিব একজন মানবিক মানুষ, তিনি কেরানীগঞ্জের যে কোন সামাজিক সমস্যায় তার সাধ্য মত পাশে দাড়ান। করোনা কালীন সময়েও থেমে ছিলো না তার ফ্রী মেডিকেল ক্যাম্প। এ ছাড়া দেশের যে কোন প্রাকৃতিক দুর্যোগেও ডাঃ হাবিব তার টিম নিয়ে অসহায়দের পাশে দাড়ান।
এ বিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জের অন্যতম সমাজ সেবক ও মানবিক ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন, মূলত এই ফ্রী ক্যাম্প আমি শখের বসত শুরু করে ছিলাম। কিভাবে একশ তম হয়ে গেলো তা টের পাই নি।আমাদের আশেপাশে অনেক গরীব দুঃখি আছে যারা টাকা পয়শার অভাবে চিকিৎসা সেবা নিতে পারে না, ঔষধ ও কিনে খেতে পারে না। আমরা যদি এ সমস্ত গরীব দুঃখিদের কথা ভেবে যার যার জায়গা থেকে এগিয়ে আসি, তা হলে এ সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে। যতদিন বেচে আছি নিঃস্বার্থ ভাবে সমাজের জন্য মানুষদের জন্য কাজ করে যেতে চাই।
Leave a Reply