কেরানীগঞ্জ (ঢাকা): বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি ও প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ।
সোমবার ( ২২ মে ) বিকালে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।
এসময় বিক্ষোভ মিছিলে অংশ নেয় জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ সোহরাব হোসেন খোকন,সাবেক সদস্য এম এ গফুর, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সাকুর হোসেন সাকু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম,হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক,কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ বারেক, কালিন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহসিন খোকন রানা,কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রনি, ঢাকা জেলা যুব মহিলা লীগের আহবায়ক রেশমা জামান,কেরানীগঞ্জ মডেল থানা জাতীয় শ্রমিক লীগের সাবেক আহবায়ক মোঃ বশির উদ্দিন,মহিলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি রহিমন বেগম,থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, থানা আওয়ামী মৎসজীবি লীগের সভাপতি আবু আলেম মোল্লা রানা, সাধারণ সম্পাদক মোঃ শাহীন মেম্বার প্রমুখ।
বিক্ষোভ মিছিল নিয়ে কালিন্দী ইউনিয়নের ভাংনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পায়ে হেঁটে গিয়ে মনু ব্যাপারীর ঢালে এক সংক্ষিপ্ত সভায় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বক্তব্য প্রদান করেন এবং বিএনপি, জামাত,শিবিরের নেতাকর্মীদের উদ্দেশ্য কঠোর হুশিয়ারী করেন।
এর এর আগে ভাংনা কমিউনিটি সেন্টারে আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ।
Leave a Reply