নিজস্ব প্রতিবেদক:
আগামী সপ্তাহ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়সূচি। কিছুদিনের মধ্যেই বৈঠক করে সুনির্দিষ্ট সময় সূচি জানানো হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। শনিবার উত্তরায় মেট্রোরেল পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।
এ সময়, তিনি আরও বলেন, মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের কাজ এগিয়ে চলছে, অক্টোবরেই বাণিজ্যিক যাত্রা শুরু করা যাবে। আগারগাঁও পর্যন্ত ৭ টি স্টেশন চালু না হলেও কয়েকটি চালু করা হবে বলেও তিনি জানান।
অফিসগামীদের ভোগান্তি কমাতে আপাতত সন্ধ্যা ছয়টা পর্যন্ত মেট্রোরেল নির্ধারিত গন্তব্যে ছুটবে বলে জানান তিনি।
এর আগে যে ভবন থেকে মেট্রোরেলে ঢিল ছোড়া হয়েছিল সেটি চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন এম এ এন সিদ্দিক। শেওড়াপাড়ার ওই ভবনটিতে এখন কেউ নেই। জড়িতরা যেখানেই থাকুক তারা ধরা পড়বে বলে জানিয়েছেন তিনি। এদিকে, ডিসেম্বর নয়, অক্টোবরেই আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরুর কথাও জানিয়েছেন এমডি।
গত ৩০ এপ্রিল কাজীপাড়া থেকে শেওড়াপাড়া এলাকার মধ্যে ঢিল ছোড়া হয় মেট্রোরেল লক্ষ্য করে। এতে ক্ষতিগ্রস্ত হয় মেট্রোরেলের জানালার কাচ। এরপর থেকেই কোথা থেকে ঢিল মারা হয়েছে তা শনাক্তে মাঠে নামে পুলিশ ও গোয়েন্দারা।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে মেট্রোযাত্রায় প্রবেশ করে দেশ। এরপর থেকে বাড়ছে মেট্রোরেলের পরিধি। বর্তমানে এই অংশের ৯টি স্টেশনই চালু রয়েছে।
Leave a Reply