নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আজ বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের বাবার জুতা পরার ছবি দেখাতে বলার বিষয়ে সালাউদ্দিনের এ সমালোনা করেন সুমন।
ব্যারিস্টার সুমন বলেন, ‘গতকাল (মঙ্গলবার) সালাউদ্দিন সাংবাদিকদের বাবা নিয়ে অশালীন কথা বলেছেন। একটা মানুষ কতটা অসুস্থ হলে এ ধরনের কথা বলতে পারে। সাংবাদিকরা ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আসলে কাজী সালাউদ্দিন অসুস্থ মানসিকতার মানুষ। তার চিকিৎসা প্রয়োজন। এ ধরনের অসুস্থ মানুষ ফুটবল ফেডারেশনের সভাপতি থাকা উচিত না। সে কতটা অসুস্থ আমি নিরুপণ করতে পারব না। তবে নষ্ট যে, এ ব্যাপারে আমি নিশ্চিত।’
বিতর্তিক বক্তব্য দিয়ে ক্ষমা চেয়েছেন কাজী সালাউদ্দিন। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের এ আইনজীবী বলেন, ‘উনি ক্ষমা তো চেয়েছেন বেঁচে যাওয়ার জন্য। পরিস্থিতি থেকে উৎরিয়ে যাওয়ার জন্য এটা তার কৌশল। সাংবাদিকদের বিষয়ে উনি যে কি ধারণা পোষণ করেন এটা নিশ্চিত হওয়া গেছে।’
এর আগে গতকাল সংবাদ সম্মেলন শুরুর আগে কথা কাজী সালাউদ্দিনের কিছু বেফাঁস কথা বলতে শোনা যায়, যা সাংবাদিকদের রেকর্ডারে ধরা পড়ে। পাশে থাকা বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদের কাছে সালাউদ্দিন বলেন, ‘জার্নালিস্টরা এখানে ঢুকতে গেলে ফটো (ছবি) দিতে হবে তাদের বাপ-মায়ের।’
পাশে থাকা বাফুফের কোনো সদস্যদের মধ্যে কেউ একজন কিছু বললে, প্রত্যুত্তরে কাজী সালাউদ্দিন বলেন, ‘আরেকটা কন্ডিশন হলো তার বাপের ফটো পাঠাতে হবে জুতা পরা। ঠিক আছে (হাসি)? এটা হতে হবে ম্যান্ডেটরি। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’
এ মন্তব্যে বিতর্ক শুরু হলে বাফুফে থেকে একটি ভিডিও বার্তা পাঠান সভাপতি কাজী সালাউদ্দিন। সেখানে কথাটা তিনি মজা করে বলেছিলেন বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমি জার্নালিস্টদের হার্ট করার জন্য বলিনি। আমি নাবিলের সঙ্গে একটা জিনিস নিয়ে মজা করছিলাম। সেটা যে কেউ টেপ (রেকর্ড) করছিল, আমি জানি না।’
Leave a Reply