কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (৩০ এপ্রিল) বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিমের নেতৃত্বে কদমতলী খালপাড় থেকে বেগুনবাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার অংশজুড়ে ছোট বড় ৫৯টি অবৈধ টং দোকান উচ্ছেদ করা হয়। এসকল অবৈধ স্থাপনা মালিকদের রমজানের আগে সেগুলো সরিয়ে নেয়ার জন্য নোটিশ দেয়া হয়। এ সময় উচ্ছেদের নোটিশ পাওয়ার পর স্থাপনা নিজে থেকে সরিয়ে না নেয়ায় সেগুলো ভেঙ্গে খালের মধ্যে ফেলে দেয়া হয়। উচ্ছেদ চলাকালে মোঃ মাসুদ নামে এক অবৈধ টং দোকান মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা ফয়সল বিন করিম জানান, দখল দুষনে শুভাঢ্যা খাল বিলিন হয়ে যাওয়া থেকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সরকার একটি বৃহৎ প্রকল্প গ্রহন করেছে। তাই অবৈধ দখলদারদের থেকে খালের পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে। কোন প্রভাবশালীর প্রভাবে খাল দখল করার কোনো সুযোগ দেয়া হবেনা বলেও জানান এই কর্মকর্তা।
ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক বিভাগের সহযোগিতায় উচ্ছেদ অভিযানে অন্যানের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (রাজস্ব) আমেনা মারজান, ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর পীযূষ কুমার মালো সহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।
সিনিয়র করেসপন্ডেন্ট:
https://fb.watch/kecj6Uv398/
Leave a Reply