কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার কোনাখোলা এলাকায় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাজধানীর হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয়ের মোঃ শাহীন (১৮) নামে এক এস এস সি পরীক্ষার্থীর ও শনিবার সকালে ঢাকা মাওয়া মহাসড়কে র্যাব ১০ সদর দপ্তরের সামনের রাস্তা পারাপারের সময় সিএনজি অটো রিকশার ধাক্কায় অজ্ঞাত এক নারী(৩৫) ঘটনাস্থলে নিহত হয়েছে ।
নিহত শাহীন শুক্রবার (২৮এপ্রিল) পরিবারের সদস্যদের সাথে পার্কে বেড়াতে গিয়ে রাতে রাজধানীর নয়াবাজারে নিজ বাড়িতে ফেরার সময় দূর্ঘটনার পর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে দশটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা,মা ও ছোট বোন আহত হয়েছে। নিহতের পিতা রাজধানীর নয়াবাজারের বাসিন্দা সুমন মিয়া জানান, তার এক ছেলে ও এক মেয়ের মধ্যে শাহীন বড় ছিল। ছেলে এ বছরের এসএসসি পরীক্ষার্থী থাকায় ঈদের মধ্যে কোথাও বাইরে ঘুরতে যাওয়া হয়নি। শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।
এছাড়াও শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ছয়টায় দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা মাওয়া মহাসড়কের সাইড লেনে সিএজির সাথে ধাক্কা লেগে নিহত নারীর লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মাসুদুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে নিহতের পরিচয় নিশ্চিতদের জন্য পিবিআই এর সদস্যদের সংবাদ দেয়া হয়েছে।
Leave a Reply