কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম ও অস্ত্র ছিনতাই মামলার প্রধান আসামি মো. রাকিবকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাত দেড়টার দিকে উপজেলার মোড়াপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। রাকিব ওই গ্রামের আবদুর রশিদ। এর আগে গতকাল সন্ধ্যায় তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় রাকিবকে প্রধান আসামি করে ৫০ জনের নামে মামলা করেন হারবাং পুলিশ ফাঁড়ির এসআই অপু দে। ওই মামলায় নারীসহ ১৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বুধবার রাতে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজিব সরকার বলেন, গত মঙ্গলবার হারবাং পুলিশ ফাঁড়ির এসআই শামীম আল হাসানের নেতৃত্বে একদল পুলিশ আসামি ধরতে মহছনিয়াকাটা এলাকায় অভিযানে যায়। এ সময় মো. রাকিবের নেতৃত্বে ৪০-৫০ জন নারী-পুরুষ তিন পুলিশকে কুপিয়ে জখম করে। এতে এসআই শামীম, কনস্টেবল তরিফুল ও মামুন গুরুতর আহত হন। এদিকে হামলার খবর পেয়ে চকরিয়া থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার ও হামলার সঙ্গে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, পুলিশের ওপর হামলার প্রধান আসামি মো. রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলি ও একটি বন্দুক (এলজি) উদ্ধার করা হয়।
Leave a Reply