1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

কেমিক্যাল বিস্ফোরণের ঘটনা নাকি অন্তর্ঘাতমূলক সেটা তদন্তের প্রয়োজন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩

রাজধানীর গুলিস্থানের সিদ্দিকবাজারের বিস্ফোরণস্থল পরিদর্শনে এসে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা ধ্বংসস্তূপ পর্যবেক্ষণ করেছি। কী কারণে এমন ঘটনা ঘটল, এটা তদন্ত করে বের করা দরকার। এটি কোনো স্বাভাবিক কেমিক্যাল বিস্ফোরণের ঘটনা, নাকি অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড সেটা তদন্তের প্রয়োজন আছে।’

 

আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে গুলিস্তানে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের সামনে সাংবাদিকদের ব্রিফ্রিংকালে তিনি এসব কথা বলেন।

ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‌‘আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

বিস্ফোরণে অনেকগুলো প্রাণ হারিয়েছে উল্লেখ করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘এটি একটি মর্মান্তিক ঘটনা। এ ঘটনার যাতে কোনো পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সচেতন থাকতে হবে। আমাদের বিভিন্ন বাহিনীর যারা বিশেষজ্ঞ আছে, তারা তদন্ত করে সঠিক ঘটনাটি বের করবে। আমি মনে করি তারা যথেষ্ট যোগ্য। এগুলো তারা বোঝেন, জানেন এবং সে অনুযায়ী চেষ্টা করছেন।’

ঘটনাটিকে কেন অন্তর্ঘাতমূলক মনে হলো– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘তদন্তের আগে এই মুহূর্তে চূড়ান্ত কোনো কিছু বলার অবস্থা আসেনি। তবে আমি অবাক হচ্ছি বেসমেন্টের একটি বিস্ফোরণে বহুতল ভবনের একাধিক তলা (ফ্লোর) কীভাবে ক্ষতিগ্রস্ত হলো। এটা কী ধরনের বিস্ফোরক, সেটা বের করা প্রয়োজন। তবে এটা অন্তর্ঘাতমূলক ঘটনা নাও হতে পারে।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews