1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

পাসপোর্ট অফিসে অভিযান ১৫ দালালের জরিমানা ও কারাদণ্ড

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ পাসপোর্ট অফিসের দালাল চক্রের বিরুদ্ধে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে দলাল চক্রের ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ০১ জনকে জরিমানা।

রবিবার সকালে র‍্যাব-১০ এর মিডিয়া উইং এএসপি এনায়েত কবির শোয়েবের নেতৃত্বে অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। এ সময় ৪ দালালকে ১ মাস ও ১০ দালালকে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ২০০ টাকা অর্থদণ্ড করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন: ওবাইদুইল (৩৮), পলাশ (৪০), ইব্রাহিম (৩২), মোঃ রিপন (২৪), রওশন (৪৮), দিলদার (৫৮), শ্রী গবীন্দ (৩৫), মোঃ হবিবুর (৩৩), লিটন (৩৮) ও জাহিদুল (৩৪) নামের ১০ জনকে ১৫দিন করে এবং মোঃ নাসির(৫৪), মনির (২৮), ফয়সাল (৩৮) ও হাসমত (৪০)  কে ১মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া  জাকারিয়া নামে এক জনকে ২০০ টাকা জরিমানা আদায় করা সাপেক্ষে তাকে ছেড়ে দেয়া হয়। কারাদন্ড প্রাপ্তদের  কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু দালালরা দক্ষিন কেরাণীগঞ্জের যাত্রাবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগত সাধারন মানুষকে নানাভাবে প্রলোভন দেখিয়ে দ্রুত পাসপোর্ট  পাইয়ে দেয়ার কথা বলে হয়রানিসহ বিভিন্ন প্রকার প্রতারণার মাধ্যমে তাদের নিকট হতে অর্থ হাতিয়ে আসছিল।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews