আন্তর্জাতিক ডেক্স: আজ শুক্রবার এক বছর রাশিয়া- ইউক্রেন যুদ্ধের। ২০২২সালের ২৪ ফেব্রুয়ারি বিশেষ অভিযানের নামে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী ইউক্রেনে আগ্রাসন শুরু করে । যুদ্ধ শুরুর প্রথম দিকে এটি বন্ধে পশ্চিমা দেশের বহু নেতাই পুতিনের সঙ্গে ফোনে-সাক্ষাতে দফায় দফায় আলোচনা করেছেন, কিন্তু একটিও ফলপ্রসূ হয়নি এবং যুদ্ধ বন্ধে বর্তমানে এই আলোচনা প্রায় বন্ধ। উল্টো যুদ্ধের একবছর পর এই সংঘাত নতুন বিপজ্জনক পর্যায়ে।
গত সোমবার (২০ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আকস্মিক কিয়েভ সফরে দেশটিকে অব্যাহত সাহায্য করার অঙ্গীকার, অন্যদিকে পরের দিনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিনের যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণায় এটা আপাতত স্পষ্ট- সহসাই রক্তক্ষয়ী এই যুদ্ধের সমাপ্তি ঘটছে না।
Leave a Reply