নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২৩। বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর মধ্যে একুশে বইমেলা অন্যতম। দুই বছরের তুলনায় এবারের বইমেলা অনেকটাই ভিন্ন। এ বছর আঙ্গিক ও বিন্যাসেও পরিবর্তন এসেছে, বেড়েছে নতুন নতুন লেখন, প্রকাশক ও স্টলের সংখ্যা।
তেমনি একজন উদীয়মান তরুণ প্রজন্মের লেখক ফারহানা সিনথিয়ার লেখা ‘কৃষ্ণচূড়ার দিন’ এখন একুশের বইমেলায় পাওয়া যাচ্ছে। একজন সৃজনশীল লেখক হিসেবে পাঠক মহলে ইতোমধ্যে গ্রন্থটি সারা ফেলেছে। ‘কৃষ্ণচূড়ার দিন’ একটি বহুমাত্রিক বিষয় ভিত্তিক গ্রন্থ। লেখক তার শিল্পসত্তার চমৎকার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এতে।
তরুণ লেখক ফারহানা সিনথিয়া এডভোকেট নাহিদ সুলতানা যুঁথির বোনের মেয়ে।৷৷
সাধন কুমার দাস /বুড়িগঙ্গা টিভি
Leave a Reply