কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের সরকারি খাসজমি উদ্ধার করা হয়েছে।
সোমবার(২০শে ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিমের নেতৃত্বে ও কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল(দক্ষিণ) এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে শুভাঢ্যা মৌজা এলাকার ছয়টি দাগে প্রায় সাড়ে সাত একর সরকারি পরিত্যাক্ত জমি উদ্ধার করে সীমানা পিলারসহ সাইনবোর্ড লাগিয়ে দেয়া হয়। এতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
এ বিষয়ে কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি), আমেনা মারজান জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে এবং ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
একই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ ফয়সল বিন করিম জানান, “আজ শুভাঢ্যা মৌজায় ৬টি দাগে মোট ৭.৫০ একর খাস জমি উদ্ধার করে সরকারের দখলে আনয়ন করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং সরকারি খাস জমি উদ্ধারে কোন ছাড় দেয়া হবে না।”
এসময় আরও উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) এর কানুনগো এ কে এম আমিনুল ইসলাম, সার্ভেয়ার মোঃ জহিরুল ইসলাম, মোহাম্মদ কামাল আনোয়ার, মোঃ আব্দুল মজিদ, নাজির কাম ক্যাশিয়ার জনাব সোহেল রানা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব রনজিৎ চন্দ্র নাথ প্রমুখ।
Leave a Reply