কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে আজিজুল ইসলাম (১৮) নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সে বাগেরহাটের মোড়লগঞ্জ থানার গোয়াবাড়িয়া গ্রামের মিঠু শেখের পুত্র। বর্তমানে শুভাঢ্যা ইউনিয়নের মীরেরবাগ এলাকায় হাজি রুহুলের বাড়িতে পরিবারের সাথে ভাড়া বসবাস করে একই এলাকার ওরিয়েন্ট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়াশুনা করতো। অভাবের কারণে রাজমিস্ত্রি বাবাকে সাহায্য করতে লেখাপড়ার পাশাপাশি প্রতিদিন বিকালে চাচার কাছ থেকে ভাড়া নিয়ে অটোরিকশা চালাত। অটোরিকশাটি ছিনিয়ে নিতে গলায় কোমরের বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এমনটাই ধারণা করছে পুলিশ।
শনিবার দিবাগত রাত দুইটায় দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ এলাকার অপসোনিন ফার্মাসিটিক্যাল কারখানার পাশে কলা গাছের ঝোপের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের চাচা নজরুল ইসলাম জানান, আজিজুল প্রতিদিন আছরের নামাজের পর থেকে রাত আটটা পর্যন্ত আমার কাছ থেকে অটোরিকশা নিয়ে চালাত। গতকাল (শনিবার) রাত নয়টার পর বাসায় ফিরে না আসলে মোবাইলে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে তাকে খুঁজতে গিয়ে একপর্যায়ে জানা যায় পাশের বাড়ির রবিউল (১০) নামে এক ছোট্ট শিশু তার সাথে আজকে গাড়িতে(অটোরিকশা) করে ঘুরতে গিয়েছিল। এরপর রবিউলকে খুঁজে বের করা হলে সে জানায়, কয়েকজন লোক আজিজুলকে তার গাড়িসহ হাসনাবাদ রিভারভিউ এলাকায় একটি ঝোপের ভিতরে নিয়ে মারধর করেছে। সে সময় শিশু রবিউলকে চড় থাপ্পড় দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় ঘাতকরা। পরবর্তীতে রাত সোয়া ১টার দিকে রবিউলের দেখানো হাসনাবাদ রিভারভিউ এলাকায় ঝোপের ভিতর গিয়ে আজিজুলের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। এসময় তার চালানো অটোরিকশাটিকে খুঁজে পাওয়া যায়নি।
দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) মোহাম্মদ শাহজামান জানান, ঘটনার খবর পেয়ে হাসনাবাদ এলাকা থেকে লাশটি উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রকৃয়াধীন।
Leave a Reply