তুরস্ক-সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারি বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল। আজ শুক্রবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ছাড়িয়েছে। এখনও হাজার হাজার ধ্বংসস্তূপের নিচের অনেকে আটকা আছে। তবে তাদের জীবিত উদ্ধারের তেমন আশা নেই বললেই চলে। এরপরেও মাঝে মধ্যে অলৌকিকভাবে জীবিত উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে।
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের অন্তত ১১ তিন পর ১২ বছর বয়সী এক শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা হচ্ছেণ ১২ বছরের ওসমান হালেবিয়ে, মেহমেত আলি সাকিরগ্লু (২৬) এবং মুস্তাফা আভসি (৩৪)।
স্থানীয় মিডিয়া বলছে, ১২ বছর বয়সী ওই শিশুকে হাতায় প্রদেশের কেন্দ্রীয় আন্তাকিয়া শহরে এক ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় এক হাসপাতালে ওসমানকে দেখতে গেছেন।
এছাড়া অপর দুই ব্যক্তি মেহমেত এবং মুস্তাফাকে ভূমিকম্পের ২৬১ ঘণ্টা পর আন্তাকিয়া জেলার একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। তবে এ ধরনের উদ্ধার অভিযান উল্লেখযোগ্যভাবে কমে গেছে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। এতে করে ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
Leave a Reply