1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

কেরানীগঞ্জে প্রবাসী ও তার ভাইকে অপহরণকারী ৩ ব্যক্তি গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে মালয়েশিয়া ফেরত যাত্রীকে মুক্তিপন আদায়ের উদ্দেশ্যে অপহরণ করায় রবিন হোসেন(২৪),রমজান আলী(৪২) ও মোঃ এরশাদ (২৬) নামের তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এ সময় তাদের কাছ থেকে অপহৃত মালয়েশিয়া প্রবাসী মোঃ সাব্বির হোসেন (২৬) ও তার ছোট ভাই মোঃ শাহাদাত হোসেন(২৩)’কে উদ্ধার করা হয়।

সোমবার(১৩ই ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাঘৈর আলিয়াপাড়া এলাকা থেকে  তিনজনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার রাতে সাব্বির নামের এক প্রবাসী মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফিরলে তার ছোট ভাই শাহাদাত  আনতে বিমানবন্দরে যায়। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় হঠাৎ একটি মাইক্রোবাস এসে জোরপূর্বক মালামালসহ দুই ভাইকে মাইক্রোবাসে উঠিয়ে অজ্ঞাত স্থানে যায়। সেখানে নিয়ে তাদের চোখমুখ বেঁধে মারধর করে ও হত্যার ভয়-ভীতি দেখিয়ে শাহাদাতের মোবাইল দিয়ে পরিবারের সদস্যদের কাছে ফোন করে ৬ লক্ষ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে পরিবারের লোকেরা বিষয়টি র‌্যাবকে জানালে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কেরানীগঞ্জের বাঘৈর আলিয়াপাড়া এলাকার একটি অন্ধকার রুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় সাব্বির ও তার ছোট ভাই শাহাদাতকে উদ্ধার করে। এ সময় অপহরণের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় শাহাদাত বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছে।

টিটু আহমেদ/ সিনিয়র করেসপন্ডন্ট

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews