নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জ অটোরিক্সা ছিনতাই চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা (দক্ষিণ) ডিবি।
এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা ১১টি অটোরিক্সা জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে নিজ কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আমীনুল ইসলাম, মোবাশশিরা হাবিব খান, সাজেদুর রহমান, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির, ঢাকা জেলা (দক্ষিণ) ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতরা যাত্রীবেশে অটোরিক্সায় চড়ে কোথাও রওয়ানা দিতো। পথিমধ্যে সুযোগ বুঝে চালককে মারধর করে অটোরিক্সা নিয়ে পালিয়ে যেতো। অনেক সময় আবার খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে কৌশলে চালককে খাইয়ে অজ্ঞান করে অটোরিক্সা নিয়ে যেতো। সম্প্রতি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এমন অভিযোগে কয়েকটি মামলা হওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তে নামে ডিবি। এরই ধারাবাহিকতায় অটোরিক্সা ছিনতাই চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শানু খা, মোজাফফর আকন্দ ওরফে স্বপন, আবু তাহের, সুজন হাওলাদার, আখি আক্তার, মোঃ রাশেদ, মাসুদ হাওলাদার, সাইফুল ইসলাম ওরফে জয় রাজবংশী, আকাশ মৃধা, কাদির মৃধা, মোঃ তপন ও আসলাম হোসেন।
Leave a Reply