নিজস্ব প্রতিবেদক: “বন্ধুত্বই শক্তি বন্ধুত্বই সমাধান” এই শ্লোগান কে সামনে রেখে ২০০৮ এসএসসি ও ২০১০ সালের এইচএসসি ব্যাচের বন্ধুত্বের মহামিলন মেলা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার ০৩ ফেব্রুয়ারী কেরানীগঞ্জের আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড পার্কে সারা দেশ থেকে আগত প্রায় ১৫০০ বন্ধু একত্রিত হয়। এস এস সি ২০০৮,এইচ এস সি ২০১০ এর ব্যাচের সদস্যদের নিয়ে গড়ে উঠেছে বন্ধুত্বের এই গ্রুপ। অনেক দিন পর সবাই একত্রিত হওয়ায় আনন্দে উদ্ববেলিত হয়ে পড়ে। মুহুর্তটিকে ধরে রাখতে সেল ফোনে কেউ কেউ সেলফি ছবি ও ভিডিও ধারন করে রেখেছে।
দিনব্যাপি মিলন মেলায় দুপুরের ভোজ শেষে বিকেল গড়াতেই শুরু মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। সেখানে ডিজে পার্টি আর গানের ছন্দে দুলে ওঠে সব বন্ধুরা। আবার বন্ধুদের মধ্যে কেউ কেউ গান পরিবেশন করে মাতিয়ে তোলো সবাইকে।
দেশে, বিদেশে বিভিন্ন পেশাজীবির প্রায় ৯৬ হাজার জনের সদস্য রয়েছে এই গ্রুপে। পারস্পারিক সহযোগিতা, সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে দেশে বিদেশে আবস্থানরত বন্ধুদের সহযোগিতায় দেশ ও মানবতার কল্যানে এগিয়ে যেতে চায় এই গ্রুপ এমনটাই জানালেন গ্রুপের সদস্যরা।
মহা মিলনের এই আয়োজন অনুষ্ঠানের সঞ্চালনায় ও সার্বিক তত্ত্বাবধানে ছিলো ইঞ্জিনিয়ার শাহ আলম , রাজু আহমেদ, হিরু আফসার ও মাহতাব।
Leave a Reply