ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু
কেরানীগঞ্জ (ঢাকা):
ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক হত্যা মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত জাকির হোসেন(৫০) নামের এক কয়েদি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ(মিটফোর্ড) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
মৃত জাকির রাজধানীর ডেমরা থানার দলেশ্বর এলাকার আফতাব উদ্দিনের ছেলে।
সোমবার বিকেল সাড়ে তিনটায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে (DM with Rt side paresisparesis) রোগে আক্রান্ত হওয়ায় গত বুধবার তাকে কারাগার থেকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, এর আগেও দুই দফার প্রথমে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ(পিজি) হাসপাতালে ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে, সমস্ত আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য: তিনি ২০০৯ সাল থেকে একটি একটি হত্যা মামলায় ৩০ বছরের দন্ডপ্রাপ্ত হয়ে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিল। পরবর্তীতে তাকে ২০১৭ সালের ২৫শে মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
Leave a Reply