ঢাকার কেরানীগঞ্জে মডেল টাউন এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিম। এসময় তার সাথে ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ। আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়টির অস্থায়ী ভাড়া ক্যাম্পাসটি পরিদর্শণ করেনে তারা।
এ সময় বিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস না থাকায় বারবার স্থান পরিবর্তণ করে অটিজম শিশুদের নিয়ে সমস্যা ও বিদ্যালয়ের ভাড়া ব্যয় বহনের কস্টের কথা তুলে ধরেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক এডভোকেট জাকির হোসেন। উপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিম অটিস্টিক শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদানের এমন দুর্দশার চিত্র দেখে মমার্হত হন। তিনি দ্রুতই একটি স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস প্রদান করেন।
এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন, অটিজম শিশুরা সমাজের বোঝা নয়। তারা আমাদের সম্পদ। তাদের সঠিকভাবে যত্ননিলে অনেক কিছু করতে পারবে। অটিজম শিশুদের নিয়ে কাজ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে ধন্যবাদ জানান ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে অটিস্টিক শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও নতুন বই বিতরণ করা হয়। এ সময় স্থানীয় সমাজ সেবক ও শিক্ষানুরাগী কামাল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply